চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা ও পৌর জামায়াতে ইসলামী সংগঠনের ২০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবুর বাড়িতে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপির সদস্যপদ গ্রহণ করেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বাংলাদেশ কুরআন শিক্ষা ফাউন্ডেশনের সহ-সভাপতি হযরত মাওলানা নাজমুল হাসান বিপ্লবী এবং দর্শনা পৌর ৭নং ওয়ার্ড জামায়াত সভাপতি মো. আব্দুল হামিদ। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এই যোগদানকে চুয়াডাঙ্গায় বিএনপির তৃণমূল শক্তি বৃদ্ধির অংশ হিসেবে দেখা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।