ফরিদপুরের নগরকান্দায় বৈশাখী ইসলাম বর্ষা (১৮) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রীকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। হামলাকারীদের গ্রেফতার করতে গিয়ে পুলিশও হামলার শিকার হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ভাবুকদিয়া এলাকায় বর্ষাকে রাস্তায় ফেলে চুল ধরে টেনে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে বিএনপির অনুসারীরা। যদিও জানা গেছে, হামলাকারীদের মধ্যে সেকেন গাজী, সোহাগ গাজীসহ গাজীগংয়ের বেশ কয়েকজন ছিলেন। তারা একসময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট জামাল মিয়ার অনুসারী ছিলেন। তবে, বর্তমানে তারা বিএনপি পরিচয়ে জুলুম নিপীড়ন চালিয়ে যাচ্ছেন।