শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার দেশের টেকসই উন্নয়ন, জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরণের লক্ষ্যে গবেষণা ও উন্নয়ন শক্তিশালীকরণ: সাশ্রয়ী ও উচ্চ প্রযুক্তিগত সমাধানের ব্যবহার’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. আবরার বলেন, দেশে বিজ্ঞান শিক্ষায় ভর্তি ও গবেষণার গতি উদ্বেগজনকভাবে কমছে। তিনি উল্লেখ করেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা অনুদান পাওয়ার পর সরকারি অনুমোদনের দীর্ঘসূত্রিতার কারণে ছয় থেকে আট মাস বিলম্বে পড়ে, ফলে গবেষণার অর্থ কার্যকরভাবে ব্যবহার করা যায় না। তিনি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অপ্রয়োজনীয় বৈষম্য দূর করে দায়িত্বশীল প্রতিষ্ঠানের জন্য ফাস্ট-ট্র্যাক ব্যবস্থা চালুর আহ্বান জানান। তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে জিডিপির মাত্র ০.৩ শতাংশ গবেষণায় বিনিয়োগ করছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক মানদণ্ডের তুলনায় অনেক কম।
তিনি প্রবাসী গবেষকদের সঙ্গে সংযোগ স্থাপন, জ্ঞান বিনিময় এবং সরকার, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বয়ে একটি শক্তিশালী গবেষণা ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।