মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকফিউ এলাকায় সামরিক জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ২০টি গ্রাম জনশূন্য হয়ে পড়েছে। সংঘর্ষের কেন্দ্র মিন পিয়িন গ্রামে আরাকান আর্মির পরিকল্পিত হামলায় জান্তা সেনাদের ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এরপর জান্তা বাহিনী আশপাশের গ্রামগুলোতে বোমাবর্ষণ চালায়, ফলে প্রায় ১০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। বর্তমানে আরাকান আর্মি প্রায় ১৫টি শহর নিয়ন্ত্রণে নিয়েছে এবং কিয়াউকফিউ ও সীমান্তবর্তী এলাকায় জান্তা বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। স্থানীয় সূত্র জানায়, চীন-সমর্থিত বিনিয়োগকেন্দ্র হিসেবে পরিচিত এই অঞ্চলে জান্তা সরকারের নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই সহিংসতা বেড়েছে। ত্রাণকর্মীরা জানিয়েছেন, স্কুল ও গ্রাম লক্ষ্য করে হামলার কারণে স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।