দুই বছরের দীর্ঘ গাজা যুদ্ধের স্থায়ী অবসান ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সোমবার (১৩ অক্টোবর) মিশরের পর্যটন নগরী শারম আল-শেখে বসছে বিশ্বনেতাদের শান্তি সম্মেলন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির যৌথ সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে ২০টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন। ইতোমধ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির জর্জিয়া মেলোনি, স্পেনের পেদ্রো সানচেজ ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা হামাসের প্রতিনিধি যোগ দেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপে পরিণত গাজার মানুষ যখন ঘরে ফিরছেন, তখনই এই সম্মেলন নতুন শান্তির আশার আলো জাগিয়েছে। এই উদ্যোগের সূত্রপাত ট্রাম্পের ওয়াশিংটনে ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনা থেকে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।