বাংলাদেশ সমঅধিকার পার্টির (বিএসপি) চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মনের রিটের শুনানির পর হাইকোর্ট নির্বাচন কমিশনকে অবিলম্বে দলটির নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন। আদালত রুল জারি করে শেষ শুনানির পর এই নির্দেশ দেন। এতে দলের নিবন্ধনের সকল বাধা দূর হয় এবং দল রাজনৈতিক অংশগ্রহণের জন্য পূর্ণাঙ্গভাবে স্বীকৃতি পায়।