নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে হাইজাদি ইউনিয়নের ধন্দি ভিটি কামালদি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে নাইমের বাড়িতে অভিযান চালিয়ে দুটি অবৈধ পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৬ লাখ ৯০ হাজার টাকা, ১০৫ পিস ইয়াবা এবং ১৪–১৫টি দা, ছুরি ও চাকুসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ধন্দি ভিটি কামালদির নাঈম (৩৮), প্রভাকরদির রুবেল ভূঁইয়া (৩৩), ধন্দি ভিটি কামালদির সুমন (৩০) এবং রুনা আক্তার (৩৪)। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয় এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের পটভূমি বা পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।