বাংলাদেশের দৈনিক আমার দেশ জানিয়েছে, উইকিপিডিয়ার প্রশাসকরা ২০২৪ সালের জুলাই বিপ্লব ও এর শহীদদের সম্পর্কিত পেজগুলো পরিকল্পিতভাবে মুছে ফেলছেন বা বিকৃত করছেন বলে অভিযোগ উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ আদর্শিক গোষ্ঠী ‘নি৭’ ধারা ব্যবহার করে ছাত্রনেতা ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও ইমতিয়াজ আহমেদ জাবিরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পেজ মুছে ফেলেছে। লেখকদের দাবি, এসব নিবন্ধ যথাযথ সূত্রসহ তৈরি করা হলেও প্রশাসকরা কোনো ব্যাখ্যা না দিয়ে দ্রুত অপসারণ করেছেন এবং পুনরুদ্ধারের অনুরোধ জানালে তাদের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুলাই বিপ্লব-সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও সংগঠনের পেজও একইভাবে টার্গেট করা হচ্ছে, অথচ সাবেক ক্ষমতাসীন দলের নেতাদের প্রশংসাসূচক পেজ অক্ষত রয়েছে। একাধিক লেখক ও সম্পাদক অভিযোগ করেছেন, বাংলা উইকিপিডিয়া প্রো-ভারতীয় ও ইসলামবিদ্বেষী গোষ্ঠীর প্রভাবাধীন হয়ে নিরপেক্ষতা হারাচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে উইকিপিডিয়া কমিউনিটির সঙ্গে আলোচনার মাধ্যমে করণীয় নির্ধারণ করা হবে।
প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, অবদানকারীরা অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় ইতিহাস সংরক্ষণ ও ন্যায্য সম্পাদনা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।