Web Analytics

বেইজিংয়ে অনুষ্ঠিত বৃহৎ সামরিক কুচকাওয়াজে একসাথে দেখা গেল কিম জং-উন, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংকে। বুধবার এই কুচকাওয়াজে উপস্থিত হয়ে তিন নেতা হাত মেলান এবং লাল গালিচায় একসাথে পা রাখেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তিকে ঘিরে এই আয়োজন করা হয়। এটি শেষ ছয় বছরে কিমের মাত্র দ্বিতীয় বিদেশ সফর। এর আগে তিনি কখনো শি ও পুতিনের সাথে একই অনুষ্ঠানে দেখা দেননি। কিম জং-উনের সাথে তার মেয়ে কিম জু-এইকেও অনুষ্ঠানে দেখা গেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইং। শি জিনপিং ভাষণে বলেন, ‘শান্তি না যুদ্ধ, সংলাপ নাকি সম্মুখ সমর, দুই পক্ষের জয় নাকি সব পক্ষের ক্ষতি এসব পথের একটা বেছে নেওয়ার সামনে দাঁড়িয়েছে মানবতা। চীনকে থামানো যাবে না এবং যুদ্ধের শেকড় নির্মূল করা প্রয়োজন যাতে ইতিহাস পুনরাবৃত্তি না হয়।’ এদিকে ট্রাম্প লেখেন, ‘প্রেসিডেন্ট শি এবং চীনের দারুণ মানুষদের জন্য শুভকামনা রইল। ভ্লাদিমির পুতিন এবং কিম জং-উনকে সঙ্গে নিয়ে আপনি যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তখন তাদেরকেও আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেবেন।’

Card image

Related Rumors

logo
No data found yet!