জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যশোর এনায়েতপুর গ্রামের যুবক এনাম সিদ্দিকীর (৩০) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষ থেকে এনামের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এনাম সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি যশোরে আসার পর আমরা তার অসুস্থতার কথা জানতে পারি। এরপর থেকে বিএনপি তার চিকিৎসার ব্যয় বহন করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এনামের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন।