বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূল্যায়নে আজ ঢাকায় আসছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তিনি গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্যের চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরা রয়েছেন। চিকিৎসকরা জানান, রোগীর বর্তমান অবস্থা বিবেচনা করে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া হবে না। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনৈতিক ও জনমনে উদ্বেগ অব্যাহত রয়েছে।