স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের প্রশাসনের একটি রোগ হলো ক্ষমতায় কে আসতে পারে সেই সম্ভাব্যতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া। এখানে ঊর্ধ্বতন বা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা থাকে না।’ তিনি দলীয় পরিচয়ে সন্ত্রাসী প্রসঙ্গে বলেন, ‘আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না। দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে। প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি, অমুখ দলের লোকজনকে সহানুভূতি দেখাতে। রোহিঙ্গাদের নিয়ে এখন সংকটে আছেন জানিয়ে বলেন, আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হচ্ছে, সীমান্তে তারা থাকায় বাণিজ্যে সমস্যা হচ্ছে।