Web Analytics

২০২৬ সালের ৩১ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী পাখিমেলা, যেখানে রাসায়নিক প্রক্রিয়ায় সংরক্ষিত পাখির প্রদর্শনী ছিল মূল আকর্ষণ। বিশ্ববিদ্যালয়ের বার্ড কনজারভেশন ক্লাবের আয়োজনে এবং প্রাণিবিদ্যা বিভাগের সহযোগিতায় দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় ‘পাখি দেখি, পাখি ভালোবাসি, পাখি রক্ষা করি’ প্রতিপাদ্যে। দর্শনার্থীরা কাছ থেকে বিভিন্ন বিলুপ্তপ্রায় ও দুর্লভ প্রজাতির পাখি দেখতে পান, পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

মেলায় প্রদর্শিত হয় পিজিয়ন, টিয়া, নিশি বক, পেঁচা, মাছরাঙা, বালি হাঁসসহ নানা প্রজাতির পাখি ও প্রাণী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ট্যাক্সিডার্মিস্ট মো. দেলোয়ার হোসেন সংরক্ষণ প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেন এবং জানান, বাংলাদেশে নিয়মিতভাবে রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন মেলা অনুষ্ঠিত হয়। বার্ড কনজারভেশন ক্লাবের আহ্বায়ক অধ্যাপক ড. এ. এম. সালেহ রেজা বলেন, শিক্ষার্থীদের পাখির সঙ্গে পরিচয় করানো ও সংরক্ষণে সচেতনতা তৈরিই এই মেলার উদ্দেশ্য।

আয়োজকরা জানান, এই মেলা শিক্ষার্থীদের মধ্যে পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখছে।

Card image

Related Rumors

logo
No data found yet!