Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ৪ হাজার ৮৩৮ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, নিবন্ধিতদের মধ্যে ৪ হাজার ৯৮ জন পুরুষ ও ৭৪০ জন নারী। এর মধ্যে ৪ হাজার ৮০৯ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ২৯ জনের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নিবন্ধন সম্পন্ন হয়েছে ইসির ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে।

ইসি সূত্রে জানা গেছে, প্রবাসী বাংলাদেশি, নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং নিজ নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। অনুমোদিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতীক সংবলিত ব্যালট এবং গণভোটের জন্য আলাদা গোলাপি রঙের ব্যালট পাঠানো হবে। ভোটাররা নির্ধারিত নিয়মে ভোট প্রদান শেষে ডাকযোগে ব্যালট রিটার্নিং অফিসারের ঠিকানায় পাঠাবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে এসব পোস্টাল ব্যালট গণনা করা হবে। নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই ব্যবস্থা প্রবাসী ও কর্মসূত্রে বাইরে থাকা ভোটারদের অংশগ্রহণ বাড়িয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!