বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (ন্যাব) অভিযোগ করেছে, আওয়ামীপন্থি কিছু নার্স নেতা আগামী ২২ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে তথাকথিত ‘নার্স মহাসম্মেলন’-এর নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। শুক্রবার (২১ নভেম্বর) প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ন্যাব সভাপতি জাহানারা সিদ্দিকী বলেন, নার্সিং অধিদপ্তর একীভূত করার বিষয়ে সরকারের চিন্তাভাবনা থাকলেও এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তিনি অভিযোগ করেন, কিছু নার্স নেতা বদলি, পদোন্নতি ও মামলা মোকাবিলার নামে সাধারণ নার্সদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। ন্যাবের দাবি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সব পদে জ্যেষ্ঠ, অভিজ্ঞ ও যোগ্য নার্স কর্মকর্তাদের পদায়ন করতে হবে। ২০১৬ সাল থেকে প্রশাসন ক্যাডার থেকে মহাপরিচালক ও পরিচালক নিয়োগের ফলে নার্সরা নানা হয়রানির শিকার হচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।