সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ ডেকেছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার সকাল ১০:৩০টায় ডিসি অফিসের সামনে সমাবেশ হবে। মসজিদ থেকে ডাকাতির ঘোষণা দিয়ে স্থানীয়রা শিক্ষার্থীদের আক্রমণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনায় অন্তত ১২ জন আহত হন, যাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, তবে ঘটনার তদন্ত চলছে।