সার্ভার সমস্যার কারণে কয়েক দিন আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটায় ক্ষতিপূরণস্বরূপ শুক্র ও শনিবার সরকারি ছুটির দিনেও বেনাপোল কাস্টমস হাউস খোলা রাখা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় এসব দিনেও সব কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার শরিফুল ইসলাম। তবে ছুটির দিনে ব্যবসায়ীদের উপস্থিতি কম থাকলেও কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীরা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বন্দরের পক্ষ থেকেও লোড-আনলোডের প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।