বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু বলেছেন, দেশকে অস্তিত্বহীন বানানোর জন্য ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট সরকারের দোসররা। তারা দেশের প্রতিটি কোনায় কোনায় এখনও বিদ্যমান রয়েছে। এ রমজান মাসে মহান আল্লাহ তায়ালার কাছে আমাদেরকে দোয়া চাইতে হবে, এ দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকার ফিরে না আসতে পারে। সালাম পিন্টু বলেন, ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র বাধা পেরিয়ে দেশটাকে আবার নতুন আঙ্গিকে ঢেলে সাজাতে হবে। মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্রের অধিকারের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছি সেটি পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, আমার নেতা স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি জাতিকে একটি দেশ এনে দিয়েছে।