মঙ্গলবার রাত নয়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে হামলার অভিযোগ উঠেছে ‘শাহবাগবিরোধী ঐক্যের’ নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে বামপন্থি ছাত্র সংগঠনের ৪ নেতা এবং একজন সাংবাদিক আহত হয়েছেন। জানা যায়, জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাসের প্রতিবাদে মশাল মিছিলের ডাক দেয় গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা। এর প্রতিক্রিয়ায় শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। পরে মুখোমুখি হলে শাহবাগবিরোধী ঐক্য তেড়ে এগোলে সংঘর্ষ বাঁধে!