উত্তরাঞ্চলের সীমান্ত জেলা কুড়িগ্রামে তীব্র শীত পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় সকালেও দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। নিম্নআয়ের শ্রমজীবী ও দিনমজুর শ্রেণির মানুষ ঠান্ডায় চরম দুর্ভোগে পড়েছেন। জীবিকার তাগিদে ঘর থেকে বের হলেও কাজের সুযোগ কমে যাওয়ায় অনেকে বিপাকে পড়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, ঠান্ডা ও কুয়াশার কারণে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার সকালে রেকর্ড করা তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।