কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া এলাকায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সেফটিক ট্যাংক থেকে নিহা মনি (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির মুখ ও হাত স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। এলাকাবাসী লাশ উদ্ধারের পর রাসেল (২০) নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
নিহত নিহা মনি সৌদি প্রবাসী শরীফ মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তার দাদি জানান, খেলাধুলার সময় রাসেল আশপাশে ঘোরাঘুরি করছিল এবং পরে শিশুটি নিখোঁজ হয়। এলাকাবাসীর অভিযোগ, রাসেল মাদকাসক্ত এবং শিশুদের উত্ত্যক্ত করত। তারা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
মুরাদনগর থানার ওসি হাসান জামিল খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।