সিলেট–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদানের কারণেই মানুষ বিএনপিকে পছন্দ করে। বুধবার রাতে সিলেট নগরীর শাহী ঈদগাহ আল্লাহু পয়েন্ট সংলগ্ন মিতা কমিউনিটি সেন্টারে প্রধান নির্বাচনি কার্যালয় উদ্বোধনের আগে দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
মুক্তাদির বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বের কারণেই নির্বাচনি প্রচারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা অনেক। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার সুবিধার্থে এই কার্যালয় উদ্বোধন করা হয়েছে এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।