ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুসী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ওই নারীকে আটক করে। একই সময়ে মেদিনীপুর ও উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযানে ৭৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়, তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিজিবির সহকারী পরিচালক জানান, আটক নারীকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার কেন্দ্রে পাঠানো হবে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে বিজিবি নিয়মিত টহল ও অভিযান জোরদার করেছে।