কওমি মাদরাসার আলেমরা সরকারি বিভিন্ন সেক্টরে শিক্ষার্থীদের চাকরির সুযোগ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছেন। আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের পক্ষে একটি প্রতিনিধিদল ধর্ম ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান। আবেদনটিতে দাওরায়ে হাদিস সনদধারীদের জন্য ধর্মীয় শিক্ষক, ইমাম, খতিব, কাজি এবং বিভিন্ন সরকারি ও আধাসামরিক প্রতিষ্ঠানে চাকরির সুযোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ চাওয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার দাবিসমূহ গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন।