বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে শনিবার সন্ধ্যায় জেলা শহরের এক আইনজীবীর বাসা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংগঠনের আহ্বায়ক আরিফ তালুকদার জানান, মাহদীকে কেন আটক করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়, তবে পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। হবিগঞ্জ ডিবি পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে জানা গেছে, ২ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এক আসামিকে ছাড়াতে গিয়ে মাহদী হাসান বানিয়াচং থানা পুড়িয়ে দেন এবং এক এসআইকে মারধর করেন বলে স্বীকার করে পুলিশকে হুমকি দেন। এই অভিযোগে তাকে আটক করা হয়ে থাকতে পারে। এর আগে শনিবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক নোটিশে মাহদীকে শোকজ করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাকে সংগঠনের কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এর আগে সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হাসান নয়নকে আটক করলে আন্দোলনের নেতাকর্মীরা থানায় গিয়ে তার মুক্তির দাবি জানান।