আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ১৯ জুলাই জাতীয় সমাবেশ একটি টার্নিং পয়েন্ট, এর সফল বাস্তবায়নে সবার সক্রিয় ভূমিকা প্রয়োজন। ঢাকায় বিশেষ সদস্য সম্মেলনে তিনি ইসলামী পতাকা ও ঐক্যের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। একই অনুষ্ঠানে ‘জুলাই বিপ্লব’ স্মরণে শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভায় মাহমুদুর রহমান শেখ হাসিনাকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে দ্রুত বিচারের দাবি জানান এবং শহীদদের স্মৃতি সংরক্ষণের আহ্বান জানান।