গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপির দুই নেতাকে রোববার রাতে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে আহ্বায়ক কামিটির সদস্য হেলাল উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়েছে। আটক অপরজন হলো নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ আহমেদ। জানা গেছে, জেলার আটটি ইউনিটে কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি। এই নতুন কমিটি না মেনে মিছিল করেন পারভেজ ও তার সমর্থকরা। বিপরীতে নবগঠিত কমিটির পক্ষে আরেকটি মিছিল হলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়!