জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হওয়ার পর তার খোঁজখবর নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, সেনাপ্রধান ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং যেকোনো ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এর আগে শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দিতে গিয়ে দুই দফা অসুস্থ হয়ে পড়েন ডা. শফিক। পরে হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতেই তিনি বাসায় ফেরেন। অসুস্থতাজনিত এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও সহমর্মিতা তৈরি হয়েছে।