ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নগরবাসীকে গৃহকর্মী নিয়োগের আগে তাদের পরিচয় যাচাই করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে গৃহকর্মীর জাতীয় পরিচয়পত্রের কপি, সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি এবং অন্তত দুজন শনাক্তকারীর নাম ও ঠিকানা সংগ্রহ ও সংরক্ষণ করা জরুরি।
তিনি আরও অনুরোধ করেন, ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ করে পুলিশকে নাগরিক তথ্য সংগ্রহে সহযোগিতা করতে। এই আহ্বানটি আসে রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে সংঘটিত সাম্প্রতিক জোড়া খুনের ঘটনার পর, যেখানে গৃহকর্মী কর্তৃক মূল্যবান জিনিসপত্র চুরি ও পালিয়ে যাওয়ার ঘটনাও নতুন নয়।
ডিএমপি মনে করে, নাগরিকদের সচেতনতা ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া মেনে চললে এ ধরনের অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। পুলিশ ভবিষ্যতে কমিউনিটি পুলিশিং ও তথ্য সংগ্রহ আরও জোরদার করার পরিকল্পনা করছে।