Web Analytics

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং বোর্ডের উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।

বিসিবি স্পষ্ট করে জানিয়েছে, কিছু গণমাধ্যমে প্রচারিত ‘আলটিমেটাম’ সংক্রান্ত খবর সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনে এমন কোনো ইঙ্গিত নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বিসিবি জানিয়েছে, জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সফল অংশগ্রহণ নিশ্চিত করতে তারা আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আলোচনায় অব্যাহত থাকবে।

Card image

Related Rumors

logo
No data found yet!