রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি। তারা হলেন—ডিএসসিসির ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোকসেদুর রহমান মোল্লা কিশোর (৪৭), শ্রীনগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এনামুল হুদা লালু (৬০), ডিএসসিসির আওয়ামী যুবলীগের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল গাফফার (৫৬), বাহারুল ইসলাম টিটু (৪৬), সাইফুল ইসলাম লিয়ন (২৪), নাঈম নোমান (৬০ হুমায়ুন কবির রাজন (৪২), মহিউদ্দিন মাতব্বর (৪৩) এবং শিকদার সোহেল হাজারী (৩০)। রোববার ডিএমপি জানিয়েছে, ডিবির একাধিক বিভাগ সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করে। গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও বিভিন্ন থানায় দায়েরকৃত মামলার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।