চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দাড়া বিলে বাংলাদেশি জেলেদের হাতে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনাটি ঘটে উপজেলার চাড়ালডাংগা সীমান্তের ২১৯ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন সিরাম এলাকায়। আটক ব্যক্তিরা হলেন মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের বাচ্চন মোহলদার ও রাজু মোহলদার, যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তারা মাছ ধরার সময় ভুলবশত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে স্থানীয় জেলেরা তাদের আটক করে।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান জানান, বুধবার বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৫টার দিকে কেতাববাজার এলাকা থেকে উদ্ধার করা ওই দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার সকালে বিজিবি বিষয়টি নিশ্চিত করে জানায়, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের মাধ্যমে ঘটনাটি শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে।