চট্টগ্রামের মিরসরাইয়ে রূপসী ঝরনায় বেড়াতে গিয়ে গোসল করার সময় ডুবে মারা যান এক কলেজ শিক্ষার্থী। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আসিফ উদ্দিন (২৪) ঝরনার কূপে নেমে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর বন্ধুরা জরুরি সেবায় কল করলে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে। পাঁচ বন্ধু মিলে ঘুরতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তারা। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।