২০২৬ সালের ১৭ জানুয়ারি শনিবারের জন্য ঘোষণা করা হয়েছে পূর্ণাঙ্গ সরাসরি খেলাধুলার সূচি। দুপুর ১টা ৩০ মিনিটে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের, একই সময়ে জাপান খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। বিপিএল ২০২৬–এর ম্যাচে দুপুর ২টায় ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স এবং সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। এছাড়া বিগ ব্যাশ, এসএ টি-টোয়েন্টি ও অন্যান্য ক্রিকেট ম্যাচও সম্প্রচারিত হবে বিভিন্ন চ্যানেলে।
ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড-ম্যানচেস্টার সিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। পরে লিভারপুল, টটেনহ্যাম, চেলসি ও আর্সেনালের ম্যাচগুলোও সরাসরি দেখা যাবে। লা লিগা, সিরি’এ, বুন্দেসলিগা, আফ্রিকা কাপ অব নেশনস ও সৌদি প্রো লিগের ম্যাচগুলোও সম্প্রচারিত হবে আন্তর্জাতিক নেটওয়ার্কে।
দিনব্যাপী এই সম্প্রচার সূচি বিশ্বজুড়ে ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য এক ব্যস্ত ক্রীড়া সপ্তাহান্তের ইঙ্গিত দিচ্ছে, যেখানে স্টার স্পোর্টস, টি স্পোর্টস ও ফ্যানকোডসহ বিভিন্ন চ্যানেলে একযোগে ম্যাচ দেখা যাবে।