Web Analytics

ইসরাইল মিশরের সঙ্গে প্রায় ৩৪.৬৭ বিলিয়ন ডলারের একটি রেকর্ড প্রাকৃতিক গ্যাস রপ্তানি চুক্তি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ইসরাইলের ইতিহাসে সর্ববৃহৎ গ্যাস চুক্তি ও একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। লেভিয়াথান গ্যাসক্ষেত্র থেকে আমেরিকান কোম্পানি শেভরন ও ইসরাইলি অংশীদারদের মাধ্যমে মিশরে গ্যাস সরবরাহ করা হবে। এই চুক্তি দুই দেশের জ্বালানি সহযোগিতাকে নতুন মাত্রা দেবে বলে ধারণা করা হচ্ছে।

তবে একই সময়ে গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে, যেখানে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে হাজারো বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, একদিকে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, অন্যদিকে ফিলিস্তিনে মানবিক সংকট—এই বৈপরীত্য ইসরাইলের নীতিকে প্রশ্নবিদ্ধ করছে।

২০২২ সাল থেকে মিশরের গ্যাস উৎপাদন কমে যাওয়ায় দেশটি ক্রমেই ইসরাইলের গ্যাসের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি ইসরাইলকে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!