Web Analytics

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর তারিখ ১৬ ডিসেম্বর থেকে পিছিয়ে ১ জানুয়ারি নির্ধারণ করেছে। সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল ফোন ব্যবসায়ীদের অবিক্রীত বা মজুত হ্যান্ডসেটের তথ্য নিবন্ধনের জন্য অতিরিক্ত সময় দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিটিআরসি সূত্র জানায়, অনেক ব্যবসায়ী এখনো তাদের হ্যান্ডসেটের আইএমইআই তথ্য জমা দিতে পারেননি। তাই তাদের সুবিধার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে neir@btrc.gov.bd ঠিকানায় এসব তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

এনইআইআর সিস্টেম চালু হলে মোবাইল চুরি ও অবৈধ হ্যান্ডসেট ব্যবহারে নিয়ন্ত্রণ আসবে বলে আশা করা হচ্ছে। এটি দেশের মোবাইল নেটওয়ার্কে অননুমোদিত বা ক্লোন করা ডিভাইস শনাক্ত ও বন্ধ করতে সহায়তা করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!