ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৯ জন নিহত ও ৪৫৩ জন আহত হয়েছেন। আনাদোলু বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৫৯ হাজার ৫৮৬ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপে চাপা পড়া বহু মরদেহ এখনও উদ্ধার হয়নি। এদিকে মানবিক সহায়তা সংগ্রহের সময় আরও ২৩ জন নিহত হন। জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তি ভেঙে মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় ইতোমধ্যে ৮ হাজার ৪৪৭ জন নিহত হয়েছেন।