জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান রবিবার সকালে রাজধানীর বিজয়নগর থেকে গুলশানে ভারতীয় দূতাবাসের উদ্দেশে একক পদযাত্রা শুরু করেন। তিনি জানান, এই পদযাত্রা ভারতের আধিপত্যবাদী নীতি ও বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের বিরুদ্ধে জনগণের প্রতিবাদের প্রতীক। রাশেদ প্রধানের হাতে ছিল কালো গোলাপ, যা তিনি কর্তৃত্ববাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
যাত্রার শুরুতে তিনি অভিযোগ করেন, ভারত সীমান্তে হত্যা, পানির ন্যায্য হিস্যা না দেওয়া এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। অতীতে দলীয় মিছিল নিয়ে দূতাবাসে যাওয়ার চেষ্টা প্রশাসন বাধা দিয়েছিল বলে তিনি জানান। তাই এবার তিনি একা পদযাত্রার সিদ্ধান্ত নেন, যাতে প্রশাসন বুঝতে পারে এটি শান্তিপূর্ণ প্রতিবাদ।
এই পদযাত্রা বাংলাদেশ-ভারত সম্পর্কের চলমান উত্তেজনা ও জাতীয়তাবাদী রাজনৈতিক বক্তব্যের প্রতিফলন বলে পর্যবেক্ষকরা মনে করছেন। প্রশাসন এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।