২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধের পর থেকে ৩৬৫ বর্গকিলোমিটার গাজার ১৮৫ বর্গকিলোমিটারই এখন দখলদারদের দখলে। যা গাজার প্রায় ৫০ শতাংশ! প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছে, সামরিক বাহিনী গাজার ৩০ শতাংশ বিশাল এলাকাকে বাফার জোনে রূপান্তরিত করেছে। সেখান থেকে বাস্তুচ্যুত করা হয়েছে কয়েক লাখ ফিলিস্তিনিকে। মিসরের সঙ্গে যেন আন্তঃসীমান্ত যোগাযোগ বন্ধ রাখা হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে। গাজাকে প্রশস্তভাবে ভাগ করার জন্য ফেলাডেলফিক, মোরগ ও নেটজারিমে তিনটি সামরিক করিডরও স্থাপন করেছে সেনারা। গাজার ৮০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কমপক্ষে ৪০ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল সিভিল ডিফেন্স।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।