Web Analytics

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শনিবার রাতে পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পুটিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জিয়ার রহমান (৪২) এবং উত্তর বড়ভিটা ডাঙ্গাপাড়া গ্রামের জগদীস চন্দ্র বর্মন (৫৫)। রোববার দুপুরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কিশোরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই অভিযানের লক্ষ্য এলাকায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার করা এবং চিহ্নিত আসামিদের আইনের আওতায় আনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, একজন রাজনৈতিক নেতার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা শুরু হয়েছে। তবে পুলিশ এখনো মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!