রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার রাতে টিএসসি থেকে শুরু হওয়া মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতারা বলেন, সোহাগ হত্যায় জড়িতদের দ্রুত বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সময় রাজু ভাস্কর্যে ইসলামি আন্দোলনের ঢাবি শাখাও চাঁদাবাজি ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করে।