চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খোলা শোক বইয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, খালেদা জিয়া দল ও মতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেত্রীতে পরিণত হয়েছেন। তার জানাজায় বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করেছে তিনি সবার প্রিয় নেত্রী ছিলেন।
শোক বইয়ে মেয়র শাহাদাত হোসেন খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ সময়ের রাজনৈতিক সম্পর্ক ও তার আপসহীন নেতৃত্বের স্মৃতিচারণ করেন। তিনি উল্লেখ করেন, ৮০’র দশকে খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলন শুরু করে ছাত্রদলকে সংগঠিত করেন এবং চট্টগ্রামের লালদিঘি ময়দানে তাকে ‘আপোষহীন নেত্রী’ উপাধি দেওয়া হয়। তিনি শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের সঙ্গে তুলনা করে খালেদা জিয়ার দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করেন।
মেয়র শাহাদাত হোসেন মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।