Web Analytics

ঢাকায় মহান বিজয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে *আমার দেশ* সম্পাদক ড. মাহমুদুর রহমান ঘোষণা দেন যে, বাংলাদেশকে আর কোনো বিদেশি শক্তি পদানত করতে পারবে না। রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভারতের মতো বড় দেশও বাংলাদেশের ১৮ কোটি লড়াকু জনগণের শক্তিকে পরাজিত করতে পারবে না।

তিনি জাতির ইতিহাসে ১৯৪৭, ১৯৭১ ও জুলাই বিপ্লবের গুরুত্ব তুলে ধরে বলেন, এই দিনগুলো জাতীয় গৌরবের প্রতীক। মাহমুদুর রহমান দেশের দুর্নীতিগ্রস্ত বিত্তবান শ্রেণির সমালোচনা করে বলেন, মানবসম্পদ উন্নয়ন ও স্বাস্থ্যসেবা খাতের উন্নতি ছাড়া স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব নয়। তিনি গরিব পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে জাতির ভবিষ্যৎ শক্তি হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতি গঠনের আহ্বান জানান এবং জুলাই বিপ্লবের চেতনাকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!