সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে যারা ভারতের স্বার্থ রক্ষা করবে তাদের নিরাপদ থাকতে দেওয়া হবে না। সোমবার ইনকিলাব মঞ্চের আহ্বানে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মাহফুজ অভিযোগ করেন, ভারতীয় আধিপত্য টিকিয়ে রাখতে দেশের সাংস্কৃতিক, বুদ্ধিজীবী ও আইন অঙ্গনের একটি অংশকে পরিকল্পিতভাবে প্রভাবিত করা হয়েছে এবং তারা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত।
তিনি এসব ব্যক্তিকে ‘বিদেশি এসেট’ আখ্যা দিয়ে বলেন, ওসমান হাদি এদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং এজন্য তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। মাহফুজ অভিযোগ করেন, তথাকথিত বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক মহল তখন নীরব থেকেছে, যা তিনি ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, অতীতের মতো এবার আর সংযম দেখানো হবে না।
তার বক্তব্যে সাম্প্রতিক জাতীয়তাবাদী বক্তব্যের প্রতিফলন দেখা যায়, যেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভারতের প্রভাব নিয়ে উত্তেজনা বাড়ছে। বিশ্লেষকরা মনে করেন, মাহফুজের এই মন্তব্য রাজনৈতিক ও নাগরিক সমাজে নতুন বিতর্ক উসকে দিতে পারে।