Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তিন দফা দাবিতে উপাচার্যের অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার রাতে ডাকসুর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ কর্মসূচির কথা জানানো হয়। ডাকসু নেতারা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ না এলে আন্দোলন আরও জোরদার করা হবে।

তিনটি দাবির মধ্যে রয়েছে— মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল করা, ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ফেলানী হল করা এবং জুলাই গণহত্যার সমর্থনকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ। ডাকসু বলছে, এই দাবিগুলো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ন্যায়বোধের সঙ্গে সম্পর্কিত।

ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে ছাত্র আন্দোলনের স্বাভাবিক ধারাবাহিকতা হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!