সিলেটের জকিগঞ্জ দিয়ে প্রবাহিত সুরমা ও কুশিয়ারা নদী বর্তমানে মারাত্মক নাব্য সংকটে পড়েছে। শুষ্ক মৌসুমে নদীগুলো প্রায় পানিশূন্য হয়ে পড়ছে, ফলে নৌ চলাচল বন্ধ এবং পানির অভাবে স্থানীয় মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে। একসময় এই নদীগুলো ছিল যাতায়াত ও জীবিকার প্রধান উৎস, কিন্তু এখন তা প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে।
বিশেষজ্ঞরা বলছেন, উজানে পানির প্রবাহ ব্যাহত হওয়া, নদীর তলদেশে অতিরিক্ত পলি জমা, নদী দখল এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই সংকট তৈরি হয়েছে। এর ফলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ বেড়েছে, কৃষি উৎপাদন কমে গেছে এবং দেশি মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। নদীর পানির পরিমাণ কমে যাওয়ায় শিল্প ও নগর বর্জ্য ঘনীভূত হয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং ও সমন্বিত নদী ব্যবস্থাপনা পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে পরিবেশবিদরা সতর্ক করেছেন, দ্রুত পদক্ষেপ না নিলে সুরমা-কুশিয়ারা নদী ব্যবস্থা স্থায়ী পরিবেশগত ও সামাজিক বিপর্যয়ে রূপ নিতে পারে।