Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহন করতে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ ফ্লাইট থেকে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরার নির্ধারিত এই ফ্লাইট থেকে মধ্যরাতে তাদের অপসারণ করা হয়। গোয়েন্দা প্রতিবেদনে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ভিআইপি যাত্রীর নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা উল্লেখ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিমান সূত্র জানায়।

অপসারিত দুইজন হলেন জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম জিনিয়া। তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ জানায়, এটি সম্পূর্ণ নিরাপত্তাজনিত সতর্কতামূলক পদক্ষেপ।

এর আগে গত মে মাসে একই কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফ্লাইট থেকেও দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল। সাম্প্রতিক এই পদক্ষেপটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ যাত্রীদের যাত্রা ঘিরে নিরাপত্তা ব্যবস্থার কঠোরতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!