Web Analytics

সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব সাত দিনের মধ্যে বুঝিয়ে দিতে ইউএনও ইশতিয়াক আহমেদকে সময় বেঁধে দিয়েছেন বিএনপি নেতা তাজকিন আহমেদ। বৃহস্পতিবার আড়াই শতাধিক কর্মী নিয়ে পৌরসভায় হাজির হয়ে হাইকোর্টের আদেশের কপি দিয়ে এ সময়সীমা বেঁধে দেন তিনি। তাজকিন আহমেদ সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর ২০২৩ সালের ২৩ নভেম্বর বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে সম্পূর্ণ বেআইনিভাবে মেয়র পদ শূন্য ঘোষণা করে। পরে উপনির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে আদালত স্থগিতাদেশ দেন। পুনরায় নতুন সরকার মেয়র পদ শূন্য করে। তবে তিনি দাবি করেন, আদালতে বিচারাধীন থাকায় সরকারের এ সিদ্ধান্ত অকার্যকর। ১২ জানুয়ারি আদালত মেয়রের দায়িত্ব পালনে কোনো বাঁধা নেই বলেও জানায়।

Card image

Related Rumors

logo
No data found yet!