ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। যেখানে বিমানটি আছড়ে পড়ে, সেটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের খাবার কক্ষ। এতে শিক্ষার্থীরাও হতাহতের শিকার হয়েছে। ছাত্রশিবির এ হৃদয়বিদারক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহতদের পরিবার ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।