Web Analytics

ইসরাইলের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র একটি নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, ৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের এই চুক্তির আওতায় বোয়িং ইসরাইলকে ২৫টি এফ-১৫ আইএ যুদ্ধবিমান সরবরাহ করবে। বিমানগুলো যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে নকশা, সংহতকরণ, পরীক্ষা ও উৎপাদনের পর ২০৩৫ সালের ৩১ ডিসেম্বর ইসরাইলের কাছে হস্তান্তর করা হবে। ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পর এই ঘোষণা আসে। সফরকালে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গেও রুদ্ধদ্বার বৈঠক করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সংঘাত শুরুর পর গত দুই বছরে বাইডেন ও ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র ইসরাইলকে অন্তত ২১ দশমিক ৭ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে। এই সহায়তার মধ্যে নিঃশর্ত অস্ত্র সরবরাহ, বার্ষিক বিশেষ সুবিধা, অতিরিক্ত যুদ্ধকালীন তহবিল এবং সীমিত কংগ্রেসীয় তদারকি অন্তর্ভুক্ত।

নতুন এফ-১৫ আইএ চুক্তি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করবে এবং ইসরাইলের সামরিক আধুনিকায়নে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!